১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অভয়নগরে কতৃপক্ষের বাঁধা উপেক্ষা করে রেলওয়ের জমিতে ঘর নির্মাণের অভিযোগ

মিথুন দত্ত, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলওয়ের জমিতে কতৃপক্ষের বাঁধা উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ হয়েছে তিন বিএনপি নেতার বিরুদ্ধে। গত ১২ অক্টোবর (রবিবার) বাংলাদেশ রেলওয়ে যশোরের ঊর্ধ্বতন উপ- সহকারী প্রকৌশলী মোঃ আবু তৌহিদ সুমন বাদি হয়ে খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। যাহার অনুলিপি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, রেলওয়ে পুলিশ সুপার, বিভাগীয় প্রকৌশলী-১, সহকারী নির্বাহী প্রকৌশলী, চিফ ইনস্পেকটর, ফিট কানুনগো বরাবর দেওয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, নওয়াপাড়া রেলওয়ে জমি দখল করে নওয়াপাড়া পৌরসভার ধোপাদী গ্রামের মৃত মোকছেদ সরদারের পুত্র ও অভয়নগর উপজেলা বিএনপির সদস্য মোঃ মশিয়ার রহমান, প্রফেসর পাড়া এলাকার সোহরাফ ফকিরের পুত্র ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ২ এফ এম গিয়াস উদ্দিন, এফ এম আলাউদ্দিনের পুত্র ও নওশাপাড়া পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম রাজু রেলওয়ে কতৃপক্ষের বিনা অনুমতিতে নওয়াপাড়া রেলওয়ে জমি দখল করে স্থায়ী ঘর নির্মান করছে। সংবাদ পেয়ে নির্মাণ কাজে বাঁধা প্রদান করলে অভিযুক্তরা নির্মান কাজ অব্যাহত রাখেন। পরে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।বাংলাদেশ রেলওয়ে যশোরের ঊর্ধ্বতন উপ- সহকারী প্রকৌশলী মোঃ আবু তৌহিদ সুমন জানান, নওয়াপাড়া রেলওয়ে জমি দখল করে অবৈধ নির্মাণ কাজ চলছে সংবাদ পেয়ে তাদের কাজ করতে নিষেদ করি। তারা আমার কোন কথা না সুনে নিজেদের মতন কাজ চালিয়ে যান। পরে এ বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দিয়েছি তারা আইনগত ব্যবস্থা গ্রহন করবে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ২ এফ এম গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গাটি দীর্ঘদিন বাস্তহারালীগের কামরুলের দখলে ছিলো। বাস্তহারাদের কেউ মৃত্যু বরন করলে লাশ রাখার জায়গা না থাকায় তাদের অনুরোধে ঘরটি নির্মাণ করা হচ্ছে।  উপজেলা বিএনপির সদস্য মোঃ মশিয়ার রহমান জানান, এ বিষয়ে আমি অবগত নয়। কাজেই এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই। উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই,কেউ দলীয় প্রভাবকে কাজে লাগিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়