১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চেলসির কাছে পরাজয়ের ১৯ মিনিট পরই বরখাস্ত নটিংহ্যামের কোচ

প্রতিদিনের ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের দুর্দশা অব্যাহত থাকলো। শনিবার চেলসির কাছে ৩-০ গোলে পরাজয়ের মাত্র ১৯ মিনিট পরই দলটির অস্ট্রেলিয়ান কোচ অ্যাঙ্গে পোস্তেকোগ্লুকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।ম্যাচের প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে একেবারেই ভেঙে পড়ে ফরেস্ট। ৪৯তম মিনিটে চেলসির তরুণ ফরোয়ার্ড জশ আচেমপং তার প্রথম সিনিয়র গোল করেন, আর মাত্র দুই মিনিট পর পেদ্রো নেতো ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ৮৪তম মিনিটে রিসি জেমস কর্নার থেকে দুর্দান্ত ভলিতে গোল করে জয় নিশ্চিত করেন অতিথিদের।ফরেস্ট সমর্থকরা হতাশায় মাঠ ছাড়তে শুরু করেন, আর চেলসি সমর্থকেরা তখন গাইতে থাকেন— ‘ইউ আর গেটিং স্যাকড ইন দ্য মর্নিং!’ কিন্তু কেউ জানতো না, পোস্তেকোগ্লুর বিদায় আসবে রোববার সকাল নয়, বরং ম্যাচ শেষ হওয়ার ১৯ মিনিটের মধ্যেই। ৯ সেপ্টেম্বর নটিংহ্যামের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র ৩৯ দিনের মাথায় বরখাস্ত হলেন তিনি।ম্যাচের শুরুটা ছিল ফরেস্টের জন্য আশাব্যঞ্জক। মরগান গিবস-হোয়াইটের পাসে এলিয়ট অ্যান্ডারসনের শট গোলমুখে ব্যর্থ হয়, পরে তাইও আইওনিই-এর সুযোগও অল্পের জন্য মিস হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে চেলসির মানসিকতা ও মানের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।৭ ম্যাচে ৭ম পরাজয়ের মুখোমুখি হওয়া ফরেস্টের হয়ে নিকো উইলিয়ামস, নিকোলা মিলেনকোভিচ ও ইব্রাহিম সাঙ্গারে গোলের সুযোগ তৈরি করলেও গোল পায়নি। বরং ম্যাচের শেষ দিকে জেমসের গোল এবং মালো গুস্তোর লাল কার্ড দিয়ে শেষ হয় চেলসির দাপুটে জয়।ম্যাচ শেষ হওয়ার অল্প সময় পরেই ফরেস্টের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়, ‘অ্যাঙ্গে পোস্তেকোগ্লুর দায়িত্ব এখানেই শেষ। আমরা তাকে ধন্যবাদ জানাই তার প্রচেষ্টা ও পেশাদারিত্বের জন্য।’ফরেস্টের এই সিদ্ধান্তে তাদের নতুন কোচের সন্ধান এখন সময়ের দাবি। অন্যদিকে চেলসি এই জয়ে প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়