১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

দ্বিতীয় দিনের মতো বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন

প্রতিদিনের ডেস্ক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে রবিবার (২৬ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো বাণিজ্য আলোচনা চালাচ্ছেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা। আলোচনায় অংশ নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং। খবর রয়টার্সের।প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন তাদের বাণিজ্য যুদ্ধের অবসানে কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বাণিজ্য আলোচনা চালাচ্ছে।বিরল খনিজ পদার্থের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ পদক্ষেপের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ নভেম্বর থেকে চীনা পণ্যের উপর ১০০% শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন, যা বেইজিং-ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে।মার্কিন ট্রেজারি মুখপাত্র শনিবার সাংবাদিকদের জানান, আলোচনার প্রথম দিন ‘খুবই গঠনমূলক’ হয়েছে।এই আলোচনা আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে একটি সম্ভাব্য বৈঠকের পথ প্রশস্ত করতে পারে। উভয় পক্ষই বাণিজ্য বাধা হ্রাস করতে চায় এবং উত্তেজনা নিরসনে একটি চুক্তির কাঠামোয় পৌঁছানোর চেষ্টা করছে, যদিও অতীতে উভয় দেশই বাণিজ্য শুল্ক আরোপ এবং পাল্টা ব্যবস্থার মাধ্যমে উত্তেজনা বাড়িয়েছে। হোয়াইট হাউজ আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ায় দুই নেতার বৈঠকের ঘোষণা দিয়েছে, কিন্তু বেইজিং এখনও এ তথ্য নিশ্চিত করেনি।এশিয়ায় পাঁচ দিনের সফরের অংশ হিসেবে, আজ রবিবার স্থানীয় সময় সকালে মালয়েশিয়ার রাজধানীতে পৌঁছাছেন ট্রাম্প।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়