১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে সূর্য পূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের লালদীঘির পাড়ে হিন্দু ধর্মাবলম্বীদের সূর্য পূজা উৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) ভোরে৪টা ৩০ মিনিট থেকে সকাল পর্যন্ত চলে এ ধর্মীয় অনুষ্ঠান। স্থানীয় সূত্রে জানা গেছে, লালদীঘির পাড় বিএনপি কার্যালয়ের সামনে পুকুরপাড়ে আয়োজিত সূর্য পূজায় প্রায় পাঁচ থেকে ছয়শ’ ভক্ত অংশগ্রহণ করেন। পূজা চলাকালীন সময়ে কয়েক দফা পটকা বিস্ফোরণের শব্দে মুহূর্তের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, লালদীঘির পাড়ে সূর্য পূজা অনুষ্ঠানটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়