প্রতিদিনের ডেস্ক:
সহজ জীবন
যখন আমি সহজ জীবনের কথা বলি
তখনই আমার ভাতের ডেকচিতে সেদ্ধ হতে থাকে ধুতরা ফুল
যখন আমি সহজ জীবনের কথা বলি
তখনই আমার মাথার ওপর দিয়ে চলে যায় মালবাহী ঘুমন্ত ট্রাক
তারপর আকাশে বাতাসে ভাসতে থাকে মানবদেহের রক্তাক্ত সুঘ্রাণ।
যখন আমি সহজ জীবনের কথা বলি
তখনই কর্পোরেট কালচারের এক্সেল শিটের হিসাবের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি
আর গলায় ঝুঁলতে থাকে সোনার মেডেল
হৃদয়ের পচা দুর্গন্ধ তখন মিশে যায় ভাইরাসের মতো শরীরে
যখন আমি সহজ জীবনের কথা বলি
তখনই আমাকে দেওয়া হয় ভোগবাদী পঞ্চাশ পারসেন্ট ডিসকাউন্ট
সাথে আকর্ষণীয় নারী দেহের বিজ্ঞাপনের মনোরঞ্জন!
যখন আমি সহজ জীবনের কথা বলি
তখনই আমি কাতরাতে থাকি হাসপাতালের বেডে
আর একটা সিরিঞ্জের সুই আমার সাথে বন্ধুত্ব করতে আসে
সাতচারা খেলে, গোল্লাছুট খেলে
আমি এ জীবন থেকে দৌড়ে পালাই।
যখন আমি সহজ জীবনের কথা বলি
তখনই দেখি রাজনীতির ময়দানজুড়ে রক্তের শরাব
ঘৃণার বীজ থেকে চারা, তারপর ফসল খেয়ে নিচ্ছে পোকামাকড়।
যখন আমি সহজ জীবনের কথা বলি
তখনই আমার কবর খুঁড়ে ফেলে আমার প্রতিবেশী-বন্ধুরা
যেন আমি জিন্দা লাশ।
আমাকে ক্ষমা করুন
তবুও আমি বলে যাবো সহজ জীবনের কথা!
পান্তা ভাতের মতো সহজ জীবন
অভাবের দিনগুলোর মতো
অভিমানের দিনগুলোর মতো
বৃষ্টিতে ভেজার দিনগুলোর মতো
তোমাকে ভালোবাসার মতো
সহজ জীবন!
এত সহজ জীবন আমি কই পাবো?
তোমাকে ছাড়া!
****
কর্পোরেট জীবন
হে আমার একবিংশ শতাব্দী
তোমার কর্পোরেট জীবন
তোমার ভর্তা হোটেল
তোমার ট্যাংরা মাছের তরকারি
তোমার প্রেম
তোমার সুগন্ধি ফুল
সাবালিকার হাসি
তোমার কবিতা
রমণীর শাড়ি
তোমার হারিয়ে ফেলা নীলক্ষেত
তোমার ধর্মসাগর
তোমাকে কুর্ণিশ
তোমার বেহাত বিপ্লব
তোমার নিষ্ঠুর টাইম ব্লক
তোমার প্রোডাক্টিভিটি
তোমার প্রেডিকশন
কোনোটাই নয় তোমার ভবিষ্যৎ
তোমার হৃদয়ের ফোল্ডারে
লুকানো আছে গোপন ভাইরাস!
তোমার ব্যাংক ব্যালেন্স
তোমার লাইফ পার্টনার
তোমার যৌবন
তোমার ঘাম আর রক্ত
মিশে হাহাকার।
তোমার কর্পোরেট জীবন
তোমার মানহানিকর অতীত
তোমার রাত
কার জন্য জেগে থাকে
কে রাখে তোমার কপালে হাত!
****
বোন
বোনেরা ভাই বলে ডাক দেয়
ভাইয়েরা বেঁচে থাকে
ভাইদের আকাশে চাঁদ ওঠে
মনের দুঃখগুলো মাটিতে পুতে ফেলে
বোনেরা না থাকলে
ভাইদের কী হতো?
ভাইয়েরা আছে বলে
বোনেরা ঝগড়া করে
এটা-সেটার আবদার করে
ভাইয়ের মানিব্যাগ ফাঁকা দেখে
চুপ করে থাকে
তবুও বোনেরা আবদার করে
তারপর ভাইদের পকেট ভরে ওঠে
বোনের প্রার্থনায়
এরপর
ভাই এবং বোন মিলে
জীবনটাকে উড়িয়ে দেয়
দুঃখের সাগরে!

