রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় ডজনেরও বেশি মাদক মামলার আসামি ইউসুফ শেখ (৪০) আবারও পুলিশের জালে ধরা পড়েছে। এবার তার কাছ থেকে উদ্ধার হয়েছে আড়াই কেজি গাঁজা। শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার ইউসুফ শেখ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে। ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদে অভিযান চালান থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও তাঁর টিম। উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে ইউসুফ শেখের নিজ বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় আড়াই কেজি গাঁজা। তিনি আরও বলেন, গ্রেফতার ইউসুফ শেখের নামে বিভিন্ন থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, ইউসুফ শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। মাঝে মাঝে গা-ঢাকা দিলেও আবারও পুরোনো পেশায় ফিরতেন। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

