১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মাদক সেবন নিয়ে সংঘর্ষ নারীসহ আহত ৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দ্দারপাড়ায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধ থেকে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ ছয়জনকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে।আহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ার মৃত সালাউদ্দীনের স্ত্রী শিল্পী খাতুন (৪০) ও তার ছেলে নোমান (২০), একই এলাকার টিটনের স্ত্রী মিনু খাতুন (৪০) ও তার ছেলে পুলক (২২), বাগানপাড়ার জাহাঙ্গীরের ছেলে মানিক (৩২) এবং মসজিদপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ফিরোজ। আহতদের মধ্যে নোমান নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের বরাতে জানা গেছে, মসজিদপাড়ার টিটনের ছেলে সিয়াম ও আব্দুল কুদ্দুসের ছেলে শিপলু নিয়মিত ইয়াবা সেবন করে। বুধবার রাতে কোনো এক কারণে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে সিয়াম, শিপলুকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে শিপলুর মা সিয়ামের বাড়িতে গিয়ে অভিযোগ করেন, যা থেকে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলের দিকে সেই উত্তেজনা চরমে উঠলে দুই পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন কুপিয়ে ও দুজন পিটিয়ে আহত হন। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন আক্তার বলেন, নোমানের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। মানিক ও ফিরোজ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্যদের শরীরেও ধারালো অস্ত্রের ক্ষত আছে, তাদের ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান বলেন, মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। একজনকে গুরুতর অবস্থায় রাজশাহীতে নেওয়া হয়েছে। দুজন থানা হেফাজতে আছে, তাদেরও মাথায় আঘাত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়