১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মণিরামপুরে দোয়া মাহফিল

জি এম ফারুক আলম, মণিরামপুর
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় যশোরের মণিরামপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, প্রবাসী বিএনপি নেতা আলী হোসেন, পৌর বিএনপির সহসভাপতি ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোনায়েম মোড়ল, বিএনপি নেতা কামরুজ্জামান, উপজেলা যুবদল নেতা আইয়ুব আলী, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান’সহ হাজারো মানুষ। দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাওলানা মুহিবুল্লাহ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়