এম এ রহিম, চৌগাছা
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের চৌগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা ডিসেম্বর) বিকেলে চৌগাছার লাইট চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলে আয়োজন করা হয়। এতে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ।
উপস্থিত ছিলেন, যশোর-২ আসনে বিএনপির ধানের শীষ মনোনীত কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাড. আলীবুদ্দিন খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক তুহিন আক্তার, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহিদুল ইসলাম, প্রভাষক হাফিজুর রহমান, সদস্য মাহফুজুর রহমান পলেন, পৌর জামায়াতের সভাপতি আব্দুল খালেক, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দীন, যুবদল নেতা মাষ্টার কামরুল ইসলাম, এম ইলিয়াস আলী, নাজমুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, সহ-সভাপতি বিএম ইকলাচ, সাধারন সম্পাদক শাহানুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক বিএম বাবু, মেহেদী হাসান শয়ন, আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, ছাত্রদল নেতা মাজিদুল ইসলাম, ইমরান নাজির, ইটালি প্রবাসী বিএনপি নেতা আপিল উদ্দিন দফাদার, রোবায়েত সালাম, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ জামায়াতে ইসলামী ও দল মত নির্বিশেষে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

