মাসুম বিল্লাহ, কেশবপুর
কেশবপুরে ভাইপো ওহেদুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার চাচা আবু বক্কার সিদ্দিক। সোমবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনি ওই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে পৌরসভার ভোগতী নরেন্দ্রপুর এলাকার আবু বক্কার সিদ্দিক বলেন, গত ২৫ অক্টোবর তার দখলীয় পাঁচ শতক জমি জবরদখল করে নেয় ভাইপো ওহেদুজ্জামান। ওইদিন জমিতে থাকা ছোটবড় গাছপালাও কেটে নিয়ে যায়। এতে তিনি মোটা অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঘটনা উল্লেখ করে ২৬ অক্টোবর সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল বরাবর লিখিত অভিযোগ করেন। এরপর থেকে ওহেদুজ্জামান তাকে ও তার পরিবারের সদস্যদের নানাভাবে ক্ষতির চেষ্টা করে যাচ্ছে। এতে তিনি ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ওহেদুজ্জামান পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। ওই পেশার আড়ালে ওহেদুজ্জামান বিভিন্ন রকম অপর্কমের সাথে জড়িত। সম্প্রতি সে বেপরোয়া হয়ে উঠেছে। এমতাবস্থায় তিনি যাতে ওহেদুজ্জামানের এহেন কর্মকান্ড থেকে রক্ষা পান এবং সুষ্ঠুভাবে বসবাস করতে পারেন তার সুব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

