প্রতিদিনের ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শুধু বিএনপি ও তার অঙ্গ সংগঠন নয়, সারা দেশের সাধারণ মানুষ গভীর মনবেদনা নিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন।মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে পবিত্র কোরআন খতম ও সদকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই অনুষ্ঠান তত্ত্বাবধায়নকালে এ মন্তব্য করেন তিনি।এসময় বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে যার যার নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানান তিনি।বহু ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে দাবি করে দলের এই শীর্ষ নেতা আরো বলেন, দৃঢ় মনোবল ও সাহস নিয়ে সব সময় মানুষের পাশে ছিলেন বেগম জিয়া। দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়া যে আপসহীন ভূমিকা রেখেছেন তা বৃথা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

