১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কোটচাঁদপুরে ট্র্যাকের ধাক্কায় মারা গেছে পুলিশ সদস্য

মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
কোটচাঁদপুরে ট্র্যাকের ধাক্কায় মারা গেছে পুলিশ সদস্য আনিসুর রহমান (৪৫)। মঙ্গলবার (০২-১২-২৫) সকালে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর তাল মিলের সামনের সড়কে। জানা যায়,পুলিশ সদস্য আনিসুর রহমান কোটচাঁদপুর থানার ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে মটর সাইকেল যোগে মহেশপুর থেকে কোটচাঁদপুর থানায় আসছিলেন ওই পুলিশ সদস্য। পথিমধ্যে স্থানীয় তাল মিলের সামনে পৌছালে তাকে পিছন দিক থেকে ধাক্কা দেন রাহাত-প্রান্ত নামের ট্র্যাকটি। এতে গুরুতর আহত হন ওই পুলিশ সদস্য। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তাঁর মৃত্যু হয়। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা রামনগর এলাকার মহি উদ্দিনের ছেলে। কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির জামান (প্রতিক) বলেন,ট্র্যাকের ধাক্কায় পুলিশ সদস্যের মাজা ও পা গুরুত্বর ফেকসার হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই পুলিশ সদস্য মারা যায়। ময়না তদন্তের জন্য স্থানীয় থানার কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,আনিসুর রহমান কোটচাঁদপুর থানার কর্মরত ছিলেন। বাসা মহেশপুর থাকায় সেখান থেকে যাওয়া আসা করতেন। মঙ্গলবার সকালে থানায় আসার পথে দূর্ঘটনায় পতিত হয়ে মারা গেছে। ট্র্যাকটি আটক করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়