১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে যুবলীগ কর্মী আলী হোসেন হত্যা মামলার আসামি নবাবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যুবলীগ কর্মী আলী হোসেন হত্যা মামলার আসামি কেশমত নওয়াপাড়ার রবিউল ইসলাম নবাব (৪৫) মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবের ভাই সিরাজ। সিরাজ জানান, দেড় মাস আগে নবাব জামিনে মুক্তি পান। প্রায় ১৫ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরে তাঁকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নবাব যশোরের নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিরাজ বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নবাবের মরদেহ যশোরের নিজ বাড়িতে নেওয়া হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তিনি আরও জানান, নবাব জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন এবং তাঁর বিরুদ্ধে নাশকতার ১৬টি মামলা আছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়