রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রাম থেকে বুধবার দুপুরে ইমরুল ভূঁইয়া নামে এক যুবকের গলিত মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সে কুন্দশী গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে। জানা গেছে, লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের ইমরুল ভূঁইয়া বাড়িতে একাই বসবাস করতেন। তার পরিবারের লোকজনের সাথে কোনো সম্পর্ক ছিল না। স্ত্রীর সাথে গত এক বছর ধরে পারিবারিক মামলা চলে আসছিল। বুধবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তার চাচাতো ভাই সুজন ভূঁইয়ার ঘরের ভেতরে গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)অজিত কুমার রায় জানান, মরদেহেটি ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর কারন জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

