সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে রালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর কালিগঞ্জ সাতক্ষীরা এর আয়োজনে ও সুবর্ন নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বুধবার (৩ নভেম্বার) সকাল ১০টায় এক র্যালী বাইর হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি,সামাজিক অগ্রগতি তরম্বিত করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাইনুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, মোস্তফা আখতারুজ্জামান পল্টু, আব্দুর রব, অনুপ কুমার লস্কর, শ্মশান কুমার, ফরহাদ রেজা, আজহারুল ইসলাম, মারুফ হাসান, রুবিনা খাতুন, আলমগীর হোসেন প্রমুখ।

