১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শরনখোলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

শামীম হাসান সুজন, শরণখোলা
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এই স্লোগানে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শরণখোলা উপজেলায়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ বর্ণাঢ্য র‍্যালী দিয়ে শুরু হয়। বর্ণাঢ্য র‍্যালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন এনজিও প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য র‍্যালী শেষ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় প্রতিবন্ধী ব্যক্তিরা ও উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন। শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা না। প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আত্মসাবলম্বী করে গড়ে তুললে সমাজ ও দেশের জন্য সামাজিক সম্মানসহ মানবসম্পদ পরিনত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়