১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শরণখোলায় নিয়োগ বিধি বাস্তবায়নে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার কল্যান সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শককর্মীদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন এর দাবিতে বুধবার শরণখোলা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে। এক দফা, এক দাবি নিয়োগ বিধি নিয়োগ বিধি এই স্লোগানে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করতে থাকে। শরণখোলা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মরত কর্মীরা বলেন স্বাধীনতা পরবর্তী পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত নিয়োগ বিধিমালা তৈরি হয়নি। যে পদে নিয়োগ হয় সেই পদে থেকেই অবসর গ্রহণ করতে হয়। রাজস্ব খাতভুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী পদ ধারিরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে সেবা প্রদান, শতভাগ দম্পত্তি নিবন্ধন, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, টিকাদান (ইপিআই) কর্মসূচিতে দায়িত্ব পালন সহ গুরুত্বপূর্ণ সেবা দিয় থাকি। আমরা মানুষের সেবায় কাজ করলেও আমাদের চাকরির রাজস্ব খাদ্যভুক্ত হলেও নিয়োগ বিধি নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের নিয়োগ বিধি সংশোধন হয়নি। সেজন্য আমাদের বেতন গ্রেড উন্নতীকরুন, পদোন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এক দফা একদাবি কর্মসূচিতে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী পূরবী পদ্ম সাহা খাদিজা আক্তার পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আল ইমরান পরিবার পরিকল্পনা পরিদর্শক বিদ্যুৎচন্দ্র হালদার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়