১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

স্যামসাংয়ের প্রথম ‘মাল্টি-ফোল্ডিং’ ফোন উন্মোচন

প্রতিদিনের ডেস্ক
গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের দাম প্রায় ৩ দশমিক ৫৯ মিলিয়ন ওন (প্রায় ২ হাজার ৪৪০ ডলার)। বাংলাদেশী মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় তিন লাখ টাকা। তিনটি আলাদা প্যানেল ব্যবহার করে খুললে ১০ ইঞ্চি মতো বড় স্ক্রিনে পরিণত হয় অত্যাধুনিক প্রযুক্তির এ ডিভাইস। স্যামসাংয়ের সাম্প্রতিক গ্যালাক্সি জেড ফোল্ড ৭–এর তুলনায় এর স্ক্রিন প্রায় ২৫ শতাংশ বড়।স্যামসাং ইলেকট্রনিকসের প্রথম ‘মাল্টি-ফোল্ডিং’ স্মার্টফোন উন্মোচন করা হয়েছে। হুয়াওয়ের পর বিশ্বের দ্বিতীয় ট্রাই-ফোল্ড বা তিন স্ক্রিনের ফোন আনল দক্ষিণ কোরিয়ার এ টেক জায়ান্ট। প্রযুক্তি মহলে বেশ কয়েক মাস ধরেই স্যামসাংয়ের ট্রাই-ফোল্ড বাজারে আনা নিয়ে গুঞ্জন চলছিল। আজ দেশটির রাজধানী সিউলে স্যামসাংয়ের ইভেন্টে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের ঝলক দেখানো হয়। খবর রয়টার্স।
গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড উন্মোচনকে ফোল্ডেবল ফোন বাজারে নিজেদের অবস্থান ফিরে পাবার প্রচেষ্টা হিসেবে দেখছে স্যামসাং। কারণ বাজারটিতে এরইমধ্যে চীনা প্রতিদ্বন্দ্বীরা দ্রুত এগিয়ে যাচ্ছে তবে বিশ্লেষকদের মতে, ফোল্ডেবল ফোনের দাম আকাশচুম্বী এবং এগুলো তৈরি করাও জটিল। তাই এখনই এসব ফোন সাধারণ মানুষের ব্যবহারযোগ্য মূলধারার পণ্য হয়ে উঠবে না; বরং সীমিতসংখ্যক ব্যবহারকারীই ট্রাই-ফোল্ড কিনবে ও ব্যবহার করবে।স্যামসাংয়ের তথ্যানুযায়ী, গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের দাম প্রায় ৩ দশমিক ৫৯ মিলিয়ন ওন (প্রায় ২ হাজার ৪৪০ ডলার)। বাংলাদেশী মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় তিন লাখ টাকা। তিনটি আলাদা প্যানেল ব্যবহার করে খুললে ১০ ইঞ্চি মতো বড় স্ক্রিনে পরিণত হয় অত্যাধুনিক প্রযুক্তির এ ডিভাইস। স্যামসাংয়ের সাম্প্রতিক গ্যালাক্সি জেড ফোল্ড ৭–এর তুলনায় এর স্ক্রিন প্রায় ২৫ শতাংশ বড়।স্যামসাং ইলেকট্রনিকসের নির্বাহী সহসভাপতি ও কোরিয়া সেলস অ্যান্ড মার্কেটিং অফিসের প্রধান অ্যালেক্স লিম বলেন, ‘ফোল্ডেবল বাজারের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। আর এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখবে ট্রাই-ফোল্ড ফোন।’
উল্লেখ্য, গত বছর মেট এক্সটি নামে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড ফোন বাজারে আনে চীনের হুয়াওয়ে। ফোনটি বাংলাদেশে প্রায় ৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়