১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি অচল হাসপাতালের পরীক্ষানিরীক্ষা ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সোমবার বেলা ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরসহ দেশের সরকারি-বেসরকারি সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্যাথলজি সেবা,রক্ত পরীক্ষা, হরমোন, ব্লাড ব্যাংক, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, ডেন্টাল, ফিজিওথেরাপি এবং ক্যান্সার রোগীদের কেমোথেরাপি সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ বন্ধ থাকে। কর্মবিরতির কারণে সারা দেশে একপ্রকার অচল হয়ে পড়ে রোগনির্ণয় ও ফার্মেসি সেবা। দাবি পূরণ না হলে ৪ ডিসেম্বর থেকে পূর্ণদিবস ‘কমপ্লিট শাটডাউন’এবং পরবর্তী সময়ে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পেশাজীবীরা। পেশাজীবীদের অভিযোগ,দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় ঝুঁকির মধ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের ন্যায্য দাবি বাস্তবায়িত হয়নি। বহু আগেই অন্যান্য ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড দেওয়া হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো তা থেকে বঞ্চিত। সব চেকলিস্ট পূরণ সত্ত্বেও তাদের গ্রেড বাস্তবায়নের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে আছে বলে জানান তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়