নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ায় আশরাফুল ইসলাম বিপুল (২৫) হত্যাকাণ্ডে দায়ের করা মামলার অন্যতম আসামি মেহেদী হাসান সাগরকে (২৪) আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্প। মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সুমাইয়া আক্তারের সঙ্গে বিচ্ছেদের পর বাপ্পি তার সাবেক স্ত্রী ও নতুন স্বামী বিপুলকে নিয়মিত হুমকি দিত। ১২ জুলাই বাপ্পি সহযোগীদের নিয়ে বিপুলকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা মোমেনা খাতুন কোতোয়ালি থানায় মামলা করেন। গ্রেপ্তার সাগরকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

