নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার ও নবীন শিক্ষার্থীদের হাতে বিভাগীয় উপহার তুলে দেওয়া হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

