১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঢাকা-১৫ আসনে জামায়াতের সমাবেশ চলছে

প্রতিদিনের ডেস্ক:
ঢাকা-১৫ আসনের জনসমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই জনসমাবেশ শুরু হয়।সমাবেশে জুলাই আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও যোগ দিয়েছেন।ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।সমাবেশে আসা জামায়াতের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। তারা বলেন, “জামায়াত আমির আজ সবার অংশগ্রহণে সুন্দর দেশ গঠনের বার্তা পৌঁছে দিবেন।”এদিকে, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি তিনি নির্বাচনি সফরে উত্তরাঞ্চল যাবেন ডা. শফিকুর রহমান। সেখানে পঞ্চগড় জেলা দিয়ে উত্তরাঞ্চলের প্রচার শুরু করবেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়