১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর-৩ আসনে জামায়াত প্রার্থীর গণমিছিলে জনস্রোত, নগরজুড়ে নির্বাচনী উত্তাপ

নিজস্ব প্রতিবেদক
যশোর-৩ সংসদীয় আসনে ১০ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে বিশাল গণমিছিলে জনস্রোত নেমে আসে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে যশোর ঈদগাহ মোড় থেকে শুরু হওয়া এই গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যা ঘিরে পুরো এলাকায় তৈরি হয় নির্বাচনী আমেজ ও ব্যাপক উৎসাহ। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজিত এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। নগরবাসীর একাংশ রাস্তার পাশে দাঁড়িয়ে মিছিল দেখেন এবং সাড়া দেন বিভিন্ন স্লোগানে। গণমিছিল শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আব্দুল কাদের। তিনি বলেন, দেশ দুর্নীতি ও বৈষম্যে জর্জরিত। জনগণ ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। যশোর-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, অফিস সেক্রেটারি নূর-ই-আলী নূর আল মামুন, যশোর শহর আমির মাওলানা ইসমাইল হোসেন, যশোর সদর আমির মাওলানা আশরাফ আলীসহ দলীয় নেতৃবৃন্দ। বক্তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। গণমিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলে আয়োজকরা জানান, যশোর-৩ আসনের জনগণের অধিকার আদায়ে ভবিষ্যতেও ধারাবাহিক কর্মসূচি চলবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়