প্রতিদিনের ডেস্ক:
প্রভাস-দীপিকা পাড়ুকোন আর দিশা পাটানির নতুন ছবি আলোচনার কেন্দ্রে রয়েছে অনেকদিন ধরেই। এবার দিশা ইতালিতে শুটিং করছেন প্রভাসের সঙ্গে। প্লেনের একটা ছবি পোস্ট করেছেন নায়িকা। সেখানে প্রভাসের মুখটা অবশ্য সামনে থেকে দেখা যাচ্ছে না। তবে দু’জনে সময়টা যে উপভোগ করছিলেন, সেটা বোঝা গিয়েছে। দীপিকা পাড়ুকোন সেপ্টেম্বরে মা হবেন। তিনি এই ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বাঁধলেও, ইতালির শুটিংয়ে নেই।

