১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সড়ক ও জনপদ অধিদপ্তরের গাড়িতে ফেনসিডিলের চালান, আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলার সদর উপজেলার মধুপুর এলাকা থেকে ফেনসিডিলসহ রমজান হোসেন দেওয়ান (৩০), নজর হোসেন (২৫) ও জুবায়ের হোসেন জুয়েল নামে ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার (০৯ মার্চ) ভোরে তাদের আটক করা হয়। এ সময় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের একটি গাড়ি জব্দ করা হয়। গাড়িটি বিভাগের বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প ও রক্ষণাবেক্ষণ অধিশাখার যুগ্ম সচিব মেরীনা নাজনীন প্রকল্পের কাজে ব্যবহার করেন। আটকরা হলেন- গাড়িচালক ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকার শাহাজাদা ফিরোজের ছেলে রমজান হোসেন দেওয়ান, বড়গুনা জেলার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন জুয়েল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শেনেরহুদা গ্রামে মাহাতাব উদ্দিনের ছেলে নজর হোসেন।
ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেনসিডিল পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় সন্দেহ হলে একটি পাজেরো গাড়ির গতিরোধ করে তল্লাশি করলে পাওয়া যায় ১৫০ বোতল ফেনসিডিল। সেখান থেকে তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গাড়ির ব্যাপারে যুগ্ম সচিব মেরীনা নাজনীন বলেন, গাড়িটি মাঝে-মধ্যে ব্যবহার করি। আমাদের একটি কাজে খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল। সেই সুযোগে ড্রাইভার এই কাজটি করেছেন। এটা আমার অফিসিয়াল কোনো বক্তব্য না। আপনারা বিষয়টি জানতে চাইলেন তার জন্য বললাম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়