১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অনলাইনে পণ্য উন্মোচন করবে অ্যাপল

প্রতিদিনের ডেস্ক:
বাজার ব্যবস্থা ও গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে পণ্য বাজারজাতের কৌশলে পরিবর্তন আনছে অ্যাপল। এর অংশ হিসেবে বড় ইভেন্ট আয়োজনের পরিবর্তে অনলাইনে পণ্য উন্মোচনে কাজ করছে প্রযুক্তি জায়ান্টটি। এ নিয়ে টানা দুই বছর বড় কোনো আয়োজন ছাড়াই পণ্য বাজারজাত করছে অ্যাপল। খবর টেকটাইমস।
শিগগিরই বাজারে আইপ্যাড ও এমথ্রি চিপযুক্ত ম্যাকবুক এয়ার উন্মোচন করতে পারে অ্যাপল। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের তথ্যানুযায়ী, প্রযুক্তি জায়ান্টটি খুব শিগগিরই এর ওয়েবসাইটে নতুন হার্ডওয়্যার উন্মোচন করবে। নতুন আইপ্যাড প্রো ও আইপ্যাড এয়ারের সঙ্গে ডিভাইস উন্মোচন করা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মূলত ভিডিও এবং প্রচারণামূলক ক্যাম্পেইনের মাধ্যমে অনলাইনে পণ্য সম্পর্কে জানানোর বিষয়ে অ্যাপলের আগ্রহের বিষয়টি উঠে এসেছে।
নতুন ডিভাইস উন্মোচনের পর ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স নিয়ে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিটি। ডেভেলপার সম্মেলনে কোম্পানি জেনারেটিভ এআইয়ের বিভিন্ন উন্নয়নসংক্রান্ত তথ্য উন্মোচন করবে বা দেখাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়