১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সৌদি ক্লাব আল হিলালের বিশ্বরেকর্ড

প্রতিদিনের ডেস্ক
টানা ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়লো সৌদি আরবের ক্লাব আল হিলাল। মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ইত্তিহাদকে হারিয়ে এই ইতিহাস গড়েছে দলটি। এএফসি চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল। ৬১তম মিনিটে সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের দলকে এগিয়ে নেওয়ার পর শেষ সময়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকম। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আল হিলালের এটি টানা ২৮তম জয়। তাদের আগে টানা ২৭ জয়ের বিশ্বরেকর্ড ছিল ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দ্য নিউ সেইন্টসের। ২০১৬-১৭ মৌসুমে এই রেকর্ডটি গড়েছিল দলটি। এবার সে রেকর্ড ভাঙার পথে সৌদি প্রো লিগে ১৬টি, ঘরোয়া কাপ প্রতিযোগিতায় তিনটি এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ৯টি ম্যাচ জিতেছে আল হিলাল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়