১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ

খুবি সংবাদদাতা
আগামী ১৭ মার্চ (রবিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, ৯.০৫ মিনিটে র‌্যালি, ৯.১০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এ পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় চারুকলা স্কুলের আঙিনায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা (রেজিস্ট্রেশন সকাল ৯.৩০ মিনিটে ক-বিভাগ ১ম শ্রেণি-৩য় শ্রেণি, খ-বিভাগ ৪র্থ শ্রেণি-৬ষ্ঠ শ্রেণি, গ-বিভাগ ৭ম শ্রেণি-১০ম শ্রেণি), বেলা ১১টায় চারুকলা স্কুলের আঙিনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া, কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট, মেইনগেট থেকে হাদী চত্বর পর্যন্ত রাস্তা, প্রশাসনিক ভবন, ক্যাফেটেরিয়া, হলসমূহ এবং উপাচার্যের বাসভবন আলোকসজ্জা করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়