১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

গেম কনসোলের তথ্য ফাঁসের পর তদন্তে সনি

প্রতিদিনের ডেস্ক
প্লেস্টেশন ফাইভ প্রো কনসোল সম্পর্কে তথ্য অনলাইনে ফাঁস হওয়ার পর তদন্ত শুরু করেছে সনি। পরবর্তী প্রজন্মের গেম কনসোলটি সম্পর্কে নানা তথ্য এরই মধ্যে ইউটিউবসহ বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। এ তথ্যের সত্যতা যাচাইয়ে তদন্তে নেমেছে কোম্পানিটি। খবর গিজমোচায়না।
সনি আশঙ্কা করছে, প্লেস্টেশন ফাইভ প্রো কনসোল গোপনীয় তথ্যগুলো তৃতীয় পক্ষের মাধ্যমে ফাঁস হয়ে থাকতে পারে। সনি এ তথ্য ফাঁসের উৎস শনাক্ত করতে পারবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে এ ঘটনাটির কারণে আগামীতে ডেভেলপারদের জন্য নতুন প্রযুক্তি ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আনতে পারে সনি।
ফাঁস হওয়া তথ্যানুসারে, প্লেস্টেশন ফাইভ প্রো কনসোলের সিপিইউ হাই ফ্রিকোয়েন্সি মোড রাখা থাকবে যা সিপিইউর গতি ১০ শতাংশ বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তবে এতে জিপিইউর পাওয়ার কিছুটা কমতে পারে বলে আশঙ্কা করছেন প্রযুক্তিবিদরা।
ফাঁস হওয়া স্পেসিফিকেশনের মাধ্যমে জানা যায় বেস ভ্যারিয়েন্ট প্লেস্টেশন ফাইভ প্রোর চেয়ে সিস্টেম মেমোরি ব্যান্ডউইডথ ভ্যারিয়েন্টটি ২৮ শতাংশ দ্রুত হতে পারে। এছাড়া উন্নত অডিওর জন্য উচ্চতর ফ্রিকোয়েন্সির অডিও প্রসেসিং ব্যবহার করা হতে পারে। তবে সবচেয়ে বড় পরিবর্তন হয়তো গ্রাফিকস সিস্টেমে আনা হবে, যা প্লেস্টেশনের বেস ভ্যারিয়েন্টের তুলনায় ৪৫ শতাংশ দ্রুত রেন্ডারিং করতে পারবে। এর পাশাপাশি দুই-তিন গুণ উন্নত রে ট্রেসিংও করতে পারবে। এটির প্রসেসিং পাওয়ার থাকবে ৩৩ দশমিক ৫ টেরাফ্লপ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়