প্রতিদিনের ডেস্ক
অভিনেতা যশ দাশগুপ্তকে এর আগে রাজনীতির ময়দানে দেখা গেছে। ২০২১ সালের বিধানসভা ভোটে চণ্ডীতলা কেন্দ্র থেকে বিজেপি’র হয়ে ভোটে লড়লেও কাঙ্ক্ষিত জয় আসেনি। এবার ফের ভোটের লড়াইয়ে যশ। তবে এবার তিনি ইম্পার (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স এসোসিয়েশন) আসন্ন ভোটের প্রার্থী। গতকাল ছিল ‘ইম্পা’র নির্বাচন। সেখানে প্রযোজক বিভাগে যশের নাম দেখা গেছে। সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন যশ।

