উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে চাষকৃত ৮টি গাঁজা গাছসহ আশিকুর রহমান (২৭) নামে এক চাষিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।গত ২৩ মার্চ(শনিবার)গভীর রাতে শ্যামনগর থানা পুলিশের উপপরিদর্শক নিশাত,ইব্রাহিম খিলল,কনস্টেবল প্রভাষের নেতৃত্বে, উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী এলাকার গ্রামীণ ফিস পার্ক থেকে তাকে আটক করা হয়। আশিকুর একই গ্রামের আফসার গাজীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছোট ভেটখালী এলাকার গ্রামীন ফিস পার্কের কর্মচারী হিসেবে কাজের আড়ালে সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষ করে আসছিলেন আশিকুর। গোপন সংবাদের ভিত্তিতে রাতে গ্রামীন ফিস পার্কে অভিযান চালানো হয়। এসময় গ্রামীণ ফিস পার্কের সবজি ক্ষেতের মধ্যে লুকানো অবস্থায় চাষকৃত আটটি গাঁজাসহ তাকে আটক করা হয়।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

