উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। গত ২৩ মার্চ (শনিবার) রাতে কালিগঞ্জ উপজেলার মৎপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক অমিত সহ পুলিশের টিম অভিযান চালিয়ে ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল অ্যাপাছি আরটিআর মডেলের দুইটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।এসময় কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে শাহেদ গাজী (১৬), একই গ্রামের ছেলে শেখ রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৭) ও দেয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে পাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র শহিদ হাসান (১৬) কে আটক করা হয়।এছাড়া কালিগঞ্জ মথিরোশপুর ইউনিয়নের দেয়া গ্রামের দুঃখের ছেলে আলী হোসেন (১৫) কৌশলে পালিয়ে যায়।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,আটকরা বিভিন্ন জেলা থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রির সঙ্গে জড়িত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, শ্যামনগর পৌরসভার বাদঘাটা এলাকার মডার্ন ক্লিনিকের গলি থেকে বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে ওই এলাকার ব্যবসায়ী বালাঘাটা গ্রামের আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলামের ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় সাইফুল বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে।

