১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে ভদ্র মন্ডল নামের বৃদ্ধের লাশ উদ্ধার

এমামুল হাসান সবুজ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে ভদ্র মন্ডণল (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনাটি ঘটেছে, বাঁকড়া ইউনিয়নের মাটশিয়া গ্রামের কাদেরের ঘাট নামকস্থানে। নিহত ভদ্র মন্ডল বাঁকড়া গ্রামের খইতলা এলাকার মৃতঃ খোদাবক্র মন্ডলের ছেলে। জানাগেছে, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে স্থানীয় কয়েকজন কপোতাক্ষ নদের মাঝখানে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার রবিউল ইসলামের নেতৃত্বে একদলকর্মী ঘটনাস্থয়ে গিয়ে ইফতারির পূর্ব মুহুত্তে লাশ উদ্ধার করে। পরে লাশের পরিচয় সনাক্ত হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঁকড়া ইউপি চেয়ারম্যান ও বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নিকট লাশ হস্তানন্তর করা হয়েছে বলে ঝিকরগাছা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার রবিউল ইসলাম জানিয়েছেন। নিহত ভদ্র মন্ডল এদিন দুপুরে বাড়ির কাউকে কিছু না জানিয়ে সাতরিয়ে কপোতাক্ষ নদের উপারে মনিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন বলে বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিস উর রহমান জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়