১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা শামীমুল হকের পিতার মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের বাসিন্দা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ঢাকা মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিএম শামীমুল হকের পিতা মোশাররফ হোসেন (৮৬) শুক্রবার সকাল ৭ টার দিকে যশোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গত ১৮ মার্চ হার্ট অ্যাটাক হয়ে যশোর সদর হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হন। কিছুটা সুস্থ হয়ে উঠার পর ব্রেনস্ট্রোক করায় অবস্থা আরো খারাপ হওয়ার উপরোক্ত ওয়ার্ডে ভর্তি থাকেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঝিনাইদহ জেলা সভাপতি তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ঝিনাইদহ জেলা সভাপতি ডাঃ ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ঝিনাইদহ জেলা সভাপতি আব্দুস সালাম শাহ ও সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু প্রমুখ। শুক্রবার জুমার নামাজের পর কালীগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামে মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়