১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

সরকার মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে : কামাল হোসেন এমপি

খুলনা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানগরীকে সুন্দর পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক অর্থ বরাদ্দ দিয়েছেন। বরাদ্দের সেই অর্থ দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একই সাথে সরকার স্বল্প আয়ের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নেও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। গতকাল মিরেরডাঙ্গা এ্যাজাক্স ক্লাবে কেসিসি ২ নম্বর ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি একথা বলেন। তিনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা সহ বিভিন্ন ভাতা প্রদানের বিষয় উল্লেখ করে বলেন বাজার নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে নগরীতে চাল ,ডাল, তেল, চিনি ও খেজুর বিতরণ করা হচ্ছে এধারা অব্যাহত থাকবে। কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন। বক্তৃতা করেন মোহাম্মদ সেলিম রেজা, অ্যাডভোকেট সাহারা ইরানি পিয়া, অ্যাডভোকেট নার্গিস খানম, ইসমাইল হোসেন ইমন, নীলা নাসির, আব্দুল আউয়াল, পাসা চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, মিঠু মুন্সী, মোহন মুন্সি, সুমন মুন্সি, কামাল মুন্সি, রাজিয়া সুলতানা মিমি প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়