১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

পশ্চিমা নেতাদের ফোন ধরছেন না নেতানিয়াহু

প্রতিদিনের ডেস্ক
চাপের মুখে পড়ার শঙ্কায় পশ্চিমা নেতাদের ফোন ধরছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর মতে পশ্চিমা নেতারা তাকে ইসরায়েলে ইরানের আক্রমণের প্রতিক্রিয়ায় বাধা দেবে। খবর তাসের। শনিবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর পশ্চিমা নেতারা নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করার চেষ্টা করলে তিনি আলোচনায় বসতে রাজি হননি। এদিকে সোমবার (১৫ এপ্রিল) ভোরে ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেন, ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল। প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এর বদলা হিসেবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এবার ইরানের হামলার জবাব দেয়ার অপেক্ষায় ইসরায়েল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়