প্রতিদিনের ডেস্ক
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সঙ্গে চিলির সরকার নতুন চুক্তির ঘোষণা করেছে। এ অংশীদারত্বে চুক্তিটির মাধ্যমে দক্ষিণ আমেরিকা ও এশিয়া প্যাসিফিকের মধ্যে প্রথমবারের মতো ফাইবার অপটিক কেবল লাইন নির্মাণ করা হবে। প্রকল্পটির নাম হামবোল্ট কেবল প্রকল্প। খবর রয়টার্স।
একটি সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামবোল্ট কেবল প্রকল্পটি ১৪৪ টেরাবাইট ক্ষমতাসম্পন্ন ১৪ হাজার ৮০০ কিলোমিটার (৯ হাজার ২০০ মাইল) ফাইবার অপটিক তারের মাধ্যমে চিলির বন্দর শহর ভালপারাইসোকে অস্ট্রেলিয়ার সিডনির সঙ্গে যুক্ত করবে।
ভালপারাইসোতে এক সংবাদ সম্মেলনে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, ‘এ অপটিক কেবল লাইনটি দক্ষিণ আমেরিকায় ডিজিটাল কার্যক্রমের কেন্দ্র হিসেবে চিলির অবস্থানকে আরো শক্তিশালী করবে।’
তিনি আরো বলেন, ‘প্রকল্পটি দেশটির লাখো মানুষের জন্য নতুন শিল্প ক্ষেত্র, ভালো মানের কর্মসংস্থান ও জীবনমান উন্নত করবে করবে। বেশকিছুদিন ধরেই চীন ও যুক্তরাষ্ট্র মধ্যে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এমন সময়ে লাতিন আমেরিকার সমুদ্র তলদেশে ফাইবার অপটিক কেবল লাইন প্রযুক্তিতে স্থাপনের প্রতিযোগিতায় কেন্দ্রবিন্দু হওয়ার আশঙ্কা রয়েছে।’
রয়টার্সের একটি প্রতিবেদনে দেখা গেছে, এশিয়ার বিভিন্ন অঞ্চলে সমুদ্রের নিচ দিয়ে ফাইবার অপটিক কেবল প্রকল্পের মধ্যে দুটিতে গুগল বিনিয়োগ করেছে। মূলত তা চীনের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের কারণে তা হয়নি।

