১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শরিফের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শরিফুল ইসলাম শরিফ (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শরিফ মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া গ্রামের মৃত নাদের আলী মণ্ডলের ছেলে। তিনি স্ত্রী ও একটি পুত্র সন্তান রেখে গেছেন। জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের তাঁতিবন্ধ এলাকায় জেটিআইয়ের সামনে পাখিভ্যানের (তিন চাকার গাড়ি) সঙ্গে সংর্ঘষ তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতে শরিফ গুরুতর আহত ন। এ অবস্থায় স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়