১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

তীব্র গরমে কুমিল্লায় একই স্কুলের ৭ শিক্ষার্থী অসুস্থ

প্রতিদিনের ডেস্ক
তীব্র গরমে কুমিল্লার মুরাদনগরে এক স্কুলের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ক্লাস শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক শিক্ষার্থী গরমে হাফিয়ে ওঠেন। একপর্যায়ে দ্বিতীয় ঘণ্টা চলাকালে অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার, সপ্তম শ্রেণির ফাহিমা আক্তার। একই সময়ে অজ্ঞান হয়ে পড়ে অষ্টম শ্রেণির সামিয়া সায়মা ও নবম শ্রেণির মারিয়া আক্তার। তৃতীয় ঘণ্টা চলাকালীন অষ্টম শ্রেণির শিক্ষার্থী উর্মি আক্তার, হ্যাপি আক্তারসহ আরও একজন অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকরা অভিভাবক ডেকে তাদের বাড়িতে পাঠিয়ে দেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মাসুদা আক্তার বলেন, ক্লাস চলাকালীন সময়ে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে করলে তিনি স্কুল ছুটি দিয়ে দিতে বলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের অসুস্থতার খবর জানার সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষককে স্কুল ছুটি দিয়ে দিতে বলা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়