১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আইপ্যাডেও আসছে ডেল্টা ইমুলেটর

প্রতিদিনের ডেস্ক
রেট্রো গেমিংয়ের অভিজ্ঞতা প্রদানে আইপ্যাডেও ইমুলেটর চালু করতে যাচ্ছে ডেল্টা। নির্দিষ্ট অপারেটিং সিস্টেমযুক্ত ডিভাইসে এটি ব্যবহার করা যাবে বলে জানা গেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ৮ ও ১৬ বিটের গেম টাইটেলগুলো খেলতে পারবে। ইমুলেটর নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, শিগগিরই বড় ডিসপ্লের ডিভাইসের জন্য উন্নত ইমুলেটর চালু করা হবে। সম্প্রতি অ্যাপ স্টোরের নীতিমালায় পরিবর্তন এনেছে অ্যাপল। এর পরই এ উদ্যোগ নিয়েছে ডেল্টা। থ্রেডসে দেয়া এক পোস্টে ডেল্টা আইওএসের নির্মাতা রাইলি টেস্টুট বিষয়টি জানিয়েছেন। টেকটাইমস

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়