নিজস্ব প্রতিবেদক
ইতিহাস-ঐতিহ্যের ধারক শতবর্ষী জেলা পরিষদ ভবনসহ সকল পুরাতন ভবন রক্ষার দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে ১২ মে কালেক্টরেট ভবন চত্বরে গ্রাম থিয়েটার অবস্থান কর্মসূচী পালন করে বেলা ১১ টায়। কর্মসূচী শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের সমন্বয়কারী হাসান হাফিজুর রহমান। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শব্দ থিয়াটারের পক্ষে মাসুদজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আবু তোহা, ব্যাঞ্জনের সাধারণ সম্পাদক এস এম আব্দুর রব, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, জনউদ্যোগের সদস্য সচিব কিশোর কুমার কাজল। বক্তরা বলেন ঐতিহ্যবাহী জেলা পরিষদসহ সকল পুরাতন ভবন রক্ষার সুস্পষ্ট ঘোষনা না আসা পযর্ন্ত এই আন্দোলন চলমান থাকবে। আগামীতে দাবী আদায়ের লক্ষে আন্দোলনের গতিপথ আরো বেগবান করা হবে। অবস্থান কর্মসূচী পালন করায় গ্রাম থিয়াটারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ ও সচিব এ্যাড. মাহমুদ হাসান বুলু।

