১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শার্শায় যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার হরিনা পোতা গ্রামে প্রকাশ্য দিবালোকে আবু মুসা (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে স্থানীয় একদল দুর্বৃত্ত। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন। জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছেন তার দুই হাতে গভীর ক্ষতের চিহৃ রয়েছে। এক পা ভেঙে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা অথবা ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। আহত মুসা আতাউর হকের ছেলে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত মুসা ও তার স্বজনদের অভিযোগ-মান্দারতলা এলাকায় মুসাকে একা পেয়ে অস্ত্র ও মাদককারবারী সিণ্ডিকেটের ওহাবের ছেলে রফিকুল, নান্নুর ছেলে মিলন ও শান্টুর ছেলে সুমনসহ আরও অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী ‍মুসাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। তাদের অবৈধ মাদক ও অস্ত্রকারবারে মুসা বাধা সৃষ্টি করেন সন্দেহে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এ খবর লেখা পর্যন্ত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করার প্রস্তুতি চলছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়