১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্র মাতাচ্ছেন মিলা

প্রতিদিনের ডেস্ক॥
যুক্তরাষ্ট্রে পর পর তিন মাসে ৪টি শো করছেন জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। এপ্রিলে প্রথম শো করেন তিনি। পরে মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ডালাস মাতান তিনি। আর সবশেষে তিনি চলতি জুনে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এরমধ্যে গতকাল ভার্জিনিয়ায় শো করেন তিনি নিজের মিউজিশিয়ান টিম নিয়ে। অন্যদিকে ৯ই জুন তিনি শো করবেন নিউ ইয়র্কে। মিলা ভার্জিনিয়া শো শেষে মানবজমিনকে বলেন, পর পর তিন মাসে শো করলাম যুক্তরাষ্ট্রে। অনেকে থেকে যায় শো থাকলে। কিন্তু আমি প্রতিবারই দেশে ফিরে গেছি। আবার এসে শো করছি।
এবার ভার্জিনিয়ার কনসার্টটি দুর্দান্ত ছিল। অনেক দর্শক ছিল। সবাই খুব প্রশংসা করেছে। আমার গানের সঙ্গে নেচেছে। পহেলা বৈশাখ উপলক্ষে এফএনএফ’র (ডিএমভি) আয়োজনে এ কনসার্টটি হয়েছে। তারা আমাকে একটি সম্মাননাও দিয়েছে। মিলা আরও বলেন, নিউ ইয়র্কে ৯ই জুন পরের কনসার্ট রয়েছে। এটি নিয়েও আমি খুব এক্সাইটেড। আসলে বিদেশের মাটিতে আসলে বোঝা যায় প্রবাসীরা দূর থেকে আমাদের গান কতোটা পছন্দ করে। আশা করছি একটি স্মরণীয় শো শেষে ১০ই জুন দেশে ফিরতে পারবো। এদিকে মিলা জানান, দেশে ফিরেই নতুন গান নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। তবে পরবর্তী মাসে কানাডা সফরে যাবেন তিনি। সেখানে অংশ নেবেন একটি বড় মাপের কনসার্টে। এ শিল্পী বলেন, দেশ-বিদেশের কনসার্ট তো করছিই। এর বাইরে স্টুডিওতে গান নিয়ে আমার এক্সপেরিমেন্ট চলতেই থাকে। সে কারণে ব্যস্ত থাকি স্টুডিওতে। সামনে আশা করছি ভালো কিছু গান উপহার দিতে পারবো শ্রোতা-দর্শকদের।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়