প্রতিদিনের ডেস্ক॥
২৬ কেজি ওজন কমিয়ে চলচ্চিত্রের মাঠে নেমেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খানের বড় ছেলে জুনায়েদ খান। তার অভিনীত প্রথম সিনেমা ‘মহারাজ’ মুক্তির অপেক্ষায়। এতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটি ফুটিয়ে তুলতে শারীরিক অনেক পরিবর্তন আনতে হয়েছে তাকে। এমনকি ওজন বেশি থাকায় সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। দীর্ঘ দুই বছরে ২৬ কেজি ওজন কমিয়ে তাক লাগান তিনি।

