১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে অসহায় কৃষকের ভেসে ওঠেছে ঘূর্ণি ঝড় রেমেলের ভয়াবহ ক্ষতচিহ্ন

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহে অসহায় কৃষকের ক্ষেতে ঘুর্ণিঝড় রেমেলের আঘাতের ক্ষত চিহ্ন ভেসে উঠতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দিনে দিনে টের পাচ্ছে ক্ষতির ভয়াবহতা। অনেকে তাৎক্ষনিক ক্ষতির শিকার হয়েছেন। ঝড়ে লন্ড-ভন্ড হয়েছে ক্ষেত- খামার,ফসল,গাছ-পালা,বাড়ি-ঘর। সেই ক্ষতির সম্ভাব্য পরিমাপ হিসাব করা গেলেও দীর্ঘ মেয়াদীতে যারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাদের হিসাব কেউ রাখছে না। নেই কোন জরিপও। কৃষি বিভাগের কাছেও নেই কোন পরিসংখ্যান। সেই দীর্ঘ মেয়াদী ক্ষতির শিকার হয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার ৬নং গান্না ইউনিয়নের গান্না গ্রামের মৃত্যু দিন মোহাম্মদের ছেলে কৃষক খাজা মঈন উদ্দিন। তিনি অনেক আশা নিয়ে পঞ্চাশ শতক জমিতে পেপে চাষ করেন। কিন্তু সর্বনাশা রেমেলের আঘাতে তার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মঈন উদ্দিন জানান, তিনি অনেক দায়-দেনা করে এমনকি জমি বন্ধক রেখে প্রায় দুই লক্ষ টাকা খরচ করে ৫০ শতক জমিতে সাত শত পেপের চারা রোপন করেন কিন্ত গত (২৭ মে) ঘূর্ণি ঝড় রেমেলের আঘাতে পেঁপে গাছের গোঁড়া নড়ে পচন ধরে নষ্ট হয়ে গেছে। তিনি জানান এখন তার পথে বসা ছাড়া কোন উপায় নেই। পরিবারের দশ জন সদস্যের ভরণ-পোশন, লেখা-পড়া,ঔষধ কেনা সহ অন্যান্য খরচ চালানো অসম্ভব হয়ে দাড়াবে। তিনি কৃষি বিভাগ সহ সরকারের উর্দ্ধতন কর্তপক্ষ এবং জনপ্রতিনিধিদের কাছে নিজের অসহায়ত্বে কথা তুলে তার পাশে দাড়ানোর আবেদন জানান। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার নূরনবী জানান, ওনার পেঁপে বাগান রেমেলে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা অবগত হয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করে গেছে বিষয়টি ক্ষতিতে দেখার জন্য নির্বাহী অফিসার বলেছেন। আপাতত কৃষি অফিসের মাধ্যমে উনার জন্য একটা ফুলের প্রনোদনা দিয়েছি যেটা চলমান আছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়