১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

গোল মিস করেই কেন কাঁদেন রোনালদো

প্রতিদিনের ডেস্ক॥
বয়সটা ৩৯ হলেও এখনও ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এবারের ইউরোতে এখনও কোন গোল পাননি আল নাসরের এই পর্তুগিজ স্ট্রাইকার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্জিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে হারের ম্যাচেও একাদশে থেকে কোনো কাজের কাজ করতে পারেননি তিনি। ম্যাচের ৬৮ মিনিটের দিকেই তাকে বদলি করে অন্য খেলোয়াড় নামান কোচ। জর্জিয়ার বিপক্ষে নির্বিষ পারফরম্যান্সের জেরে অনেকেই তাকে নিয়ে হাসিঠাট্টা করছেন। এদের বেশিরভাগই জর্জিয়ান। এবার পর্তুগালের রোনালদোকে নিয়ে কৌতুক করলেন জর্জিয়ার টেনিস তারকা নিকোলোজ বাসিলাশভিলি। সাবেক ১৬ নম্বর র‍্যাংকিংধারী এটিপি এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, ‘কেউ কি বলতে পারবেন, কেন রোনালদো প্রত্যেকবার গোল মিস করে কান্না করে?’ রোনালদোদের ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে এসেই নকআউট রাউন্ডে সুযোগ করে নেয় জর্জিয়া। আগামী ১ জুলাই শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়