১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চুয়াডাঙ্গায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি॥
চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে সোমবার (১ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে তদারকি করার সময় অসুস্থ গাভী গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে ডালিম মিয়া নামের এক কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবশিষ্ট গরুর মাংসে কেরোসিন তেল মাখিয়ে সেগুলো মাটিতে পুঁতে দেয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ জানান, একটি ফোন কলের মাধ্যমে জানতে পারা যায়, ডিঙ্গেদহ বাজারে কিছু কসাই একটা অসুস্থ গাভী গরু বাইরে থেকে জবাই করে তার মাংস বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে তদারকি করার সময় এবিষয়টি ধরা পড়লে কসাই ডালিম মিয়া পালিয়ে যায়। তার সঙ্গে থাকা অপর দুইজন কসাই খোকন মিয়া ও সুজন মিয়াকে মাংস বিক্রি করার মুহূর্তে পাওয়া যায়। ইতোমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান সেখানে উপস্থিত হয়ে মাংস ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা স্বীকার করে যে, একটি অসুস্থ গাভী গরু তারাই জবাই করে বিক্রির জন্য নিয়ে আসে। সেই সঙ্গে আরো একটি বড় প্রতারণার বিষয় হচ্ছে যে, এদিন সকালে তারা একটি ভালো গরু জবাই করে সেই মাংস সব বিক্রি করার পর ওই গরুর মাথা ও অন্ডকোষের অন্যান্য অংশগুলো অসুস্থ গাভী গরুর মাংসের সঙ্গে রেখে বেশী দামে গরুর মাংস বলে বিক্রি করছিলো। পরবর্তীতে বাজার কমিটির মাধ্যমে কসাই ডালিম মিয়াকে হাজির করা হয়। অসুস্থ গাভী গরু জবাই করে মাংস বিক্রি ও এড়ে বলে অসুস্থ গাভীর মাংস বিক্রি প্রতারণা হাতেনাতে প্রমাণিত হয়। পূর্বেও তারা এ ধরনের কার্যকলাপ করেছে বলে জানা যায়। এ অপরাধে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় দুই মণের অধিক অস্বাস্থ্যকর মাংস জব্দ করে বাজার কমিটির সহায়তায় জনসম্মুখে কেরোসিন তেল মাখিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। এ কাজে সার্বিক সহযোগিতা করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, ডিঙ্গেদহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়