ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে গত ৬ মাসে আত্মঘাতী হয়ে মারা গেছেন ১২৯ জন। এর মধ্যে পুরুষ ৭১ ও নারী ৫৮ জন। আর জেলায় র্শীষে রয়েছে ঝিনাইদহ সদর। শনিবার (১৩ জুলাই) সকালের দিকে ঝিনাইদহের মানবধিকার সংগঠন আরডিসির মহেশপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান আব্দুর রহমান গত ছয় মাসের তথ্য তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, জেলায় আত্মঘাতীর প্রবণতা বেশি। ২০২৪ সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত গলায় ফাঁস ও বিষ পান করে এই জেলায় মারা গেছেন মোট ১২৯ জন। এর মধ্যে পুরুষ ৭১ জন আর নারী ৫৮ জন। জানা গেছে ঝিনাইদহ সদরে ৩৮ জন, মহেশপুরে ২৮, শৈলকুপায় ২৬, কালীগঞ্জে ১৭, হরিনাকুণ্ডুতে ১১ এবং কোটচাঁদপুরে ৯ জন। এর মধ্যে নারী মারা গেছেন বেশি শৈলকুপায় ১৮ জন। ২০২৩ সালে জানুয়ারি-জুন পর্যন্ত ৬ মাসে আত্মঘাতীর সংখ্যা ছিল ১৪০ জন। এর মধ্যে ৬৭ জন পুরুষ এবং ৭৩ জন নারী। গত বছরের তুলনায় এ বছর কিছুটা কমেছে। তবে গত বছর পুরুষ ছিল ৬৭ জন, এ বছর ৭১ জন। সংবাদ সম্মেলনে আরডিসির নির্বাহী প্রধান বলেন, জুন-জুলাই মাসে বর্ষাকাল এ সময় মানুষ কর্মহীন হয়ে পড়ে। স্বল্প আয়ের কারণে পরিবারে অভাব-অনটন দেখা দেয় এবং সংসারে বিরোধ সৃষ্টি হয়। তাছাড়া এই জেলার মানুষের আবেগ প্রবণতা বেশি, অল্পতেই ভেঙে পড়ে যার কারণে আত্মঘাতী হয়ে মারা যায় বেশি। এই প্রবণতা রোধে এ জেলায় জিও এনজিও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তবু দেশের মধ্যে এই জেলায় আত্মঘাতী সর্বাধিক। তিনি সবাইকে আত্মঘাতী হওয়া রোধে এগিয়ে আসার আহ্বান জানান।

