১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক : অংশীজনদের সাথে ডিসির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক॥
যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। আজ বুধবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভা প্রশাসনের স্থানীয় উর্দ্ধতন কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনীতিক, ব্যবসায়ী ও প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে সার্বিক পরিস্থিতি তুলে ধরে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন-যশোর পুলিশ সুপার মাসুদ আলম, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মর্জিনা আক্তার, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাছান, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান, সাইফুজ্জামান পিকুল, পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ, র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মো. সাকিব হোসেন, ৪৯ বিজিবির অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, আনসার ভিডিপি’র জেলা কমাণ্ডার সনজয় কুমার সাহা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন প্রমুখ। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে মতামত গ্রহণ ও করণীয় বিষয়ে বিস্তর আলোচনা হয়। সভায় উপস্থিত ব্যবসায়ী ও সুধী সমাজের প্রতিনিধিরা যশোরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি থাকায় কারফিউ শিথিলের পাশাপাশি দেশের অন্যতম বৃহত্তম স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার দাবি তোলেন। সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কারফিউ শিথিলের বিষয় স্পষ্ট না করলেও বেনাপোল স্থলবন্দর সচল রাখার ব্যাপারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। জেলা প্রশাসক বলেন, ‘রাজাকার শব্দটি অভিশপ্ত শব্দ। এই শব্দটি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া হয়েছে। যারা এটা ধারণ করেছে, তারা পথভ্রান্ত। এটা দুঃখজনক ঘটনা।’ তিনি বলেন, ‘বেনাপোল স্থলবন্দর সচল রাখার জন্য যা যা করণীয় আমরা করব। যেকোনো মূল্যে বেনাপোল স্থলবন্দর চালু রাখা হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’ তিনি আরো বলেন, ‘যশোরের মানুষ শান্তিপ্রিয়। যশোরবাসী শান্তি চায়। এ জন্য এ জেলায় সহিংসতা হয়নি। সরকার কারফিউ জারি করেছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়া উচিত। মতবিনিময় সভায় পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রাষ্ট্রকে কেউ হুমকি দিলে কোনো ছাড় দেয়া হবে না। সরকারের বিরুদ্ধে যে কেউ আন্দোলন করতে পারে কিন্তু যারা রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করতে চায় তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন পুলিশ বাহিনী পথ হারাবে না। কোটা সংস্কার আন্দোলনে যশোরে নাশকতা হয়নি। পুলিশ বাহিনী ধৈর্যের পরীক্ষা দিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়