প্রতিদিনের ডেস্ক॥
কলকাতার মডেলিং জগতের চেনা মুখ পায়েল সরকার। মডেলিংয়ের পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ র্যাফ-এ কর্মরত। সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল বলেন, মডেলিংটা আগে শুরু করি। এরপর আর্থিক প্রয়োজনে চাকরিতে যোগ দেই। তবে মডেলিং-এর প্রতি ভালোবাসা কমেনি। এখন তেমন সময় হয় না। তবে দু’টো কাজে ব্যালান্স করতে পারলে আমি খুব খুশি হতাম।

